সূচক ও লেনদেনে তেজিভাব
সূচকের তেজিভাবের মাধ্যমে চলছে দেশের পুঁজিবাজারের লেনদেন। ফলে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সোমবার (২২ আগস্ট) লেনদেনের প্রথম এক ঘণ্টা ১৫ মিনিটে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৩৫ পয়েন্ট।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক বেড়েছে ৬৩ পয়েন্ট। উভয় বাজারে সূচকের পাশাপাশি বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের ও লেনদেন।
বিজ্ঞাপন
ডিএসইর তথ্য মতে, সকাল ১০টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত সময়ে ডিএসইতে ৩৭১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ২০৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৬১টির ও অপরিবর্তিত রয়েছে ১০৩টির দাম।
এসময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক বেড়েছে ৬ পয়েন্ট। ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট বেড়েছে। এসময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৪৬৪ কোটি ১ লাখ ১৮ হাজার টাকার শেয়ার ।এর আগের দিন সোয়া দুই ঘণ্টায় লেনদেন হয়েছিল ৫০৪ কোটি ৭২ লাখ টাকার শেয়ার।
একই অবস্থায় লেনদেন হচ্ছে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। প্রথম ১ ঘণ্টা ১৫ মিনিটে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৩ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৪৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৬ কোটি ২৯ লাখ ৮৩ হাজার ৭৪৬ টাকা।
সিএসইতে ১৮৮টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৯৪টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৬০টির, অপরিবর্তিত রয়েছে ৬৪টির দাম।
এমআই/এসএম