পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। কোম্পানি দুটি হলো আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও বস্ত্র খাতের সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

রোববার (২১ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের এমডি ও সিইও হিসেবে মোহাম্মদ মোশারফ হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে। তাকে গত ৭ আগস্ট থেকে নিয়োগ দেওয়া হয়েছে।

আইএফআইএল-এ যোগদানের আগে তিনি ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে কর্মরত ছিলেন। মোহাম্মদ মোশারফ হোসেন ১৯৮৭ সালে উত্তরা ব্যাংক লিমিটেডে প্রবেশনারী অফিসার হিসেবে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন।

উত্তরা ব্যাংকে দীর্ঘ ৩২ বছরের কর্মজীবনে তিনি প্রধান ঝুঁকি কর্মকর্তা, ক্রেডিট প্রধান, শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক প্রধান, লোকাল অফিস ইনচার্জ ও প্রধান কার্যালয়ের গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব পালন করেন। উত্তরা ব্যাংক লিমিটেডে পেশাগত জীবনের শেষভাগে তিনি অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি দেশে ও বিদেশে বহু পেশাগত প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণ করেন। তিনি দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ এর একজন ডিপ্লোমেড অ্যাসোসিয়েট।

অপরদিকে ২০১৫ সালে তালিকাভুক্ত সিমটেক্স ইন্ডিাস্ট্রিজের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মেজর জেনারেল (অব.) মো. সারওয়ার হোসেনকে। 

ডিএসইর তথ্য মতে, মো. আকরাম হোসেন পদত্যাগ করায় তার জায়গায় মেজর জেনারেল (অব.) সারওয়ার হোসেনকে পরিচালনা পর্ষদে স্বাধীন পরিচালক পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়াও মেজর জেনারেল (অব.) সারওয়ার হোসেনকে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান পদে লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. আনিসুর রহমানের জায়গায় নির্বাচিত করা হয়েছে। গত ১৭ আগস্ট থেকে তাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে।

এমআই/এসএম