পুঁজিবাজারে উড়ছে বস্ত্র খাতের শেয়ার
সপ্তাহের প্রথম কর্মদিবসে রোববার (১৪ আগস্ট) পুঁজিবাজারে উড়ছে বস্ত্র খাতের শেয়ার। ফলে লেনদেনের প্রথম ঘণ্টায় এ খাতের ৫৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪১টির। কমেছে ৩টির আর অপরিবর্তিত রয়েছে ১৪ কোম্পানির শেয়ারের দাম। বস্ত্র খাতের পাশাপাশি প্রকৌশল খাতের শেয়ারের দাম বাড়ায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হচ্ছে।
এ দিন লেনদেনের প্রথম ঘণ্টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ২৯ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক বেড়েছে ৪৩৯ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন হওয়া কোম্পানির শেয়ারের দামও লেনদেন।
বিজ্ঞাপন
এর ফলে টানা চার কর্মদিবস সূচক পতনের পর ঊর্ধ্বমুখী ধারায় ফিরল পুঁজিবাজার। বাজার সংশ্লিষ্টরা বলছেন, করোনা ও ইউক্রেন-রাশিয়া ইস্যুতে বিশ্বের অর্থনৈতিক অবস্থা টালমাটাল থাকলেও এসময়ে পোশাক রপ্তানি বেড়েছে। ফলে পোশাক খাত ভালো মুনাফাও দেবে বিনিয়োগকারীদের। এ কারণে বস্ত্র খাতের শেয়ারের দাম বাড়ছে।
আরও পড়ুন : পুঁজিবাজারে লেনদেন হবে ৩ লাখ কোটি টাকার বন্ড, মুনাফা দেবে ৮ শতাংশ
ডিএসইর তথ্য মতে, রোববার লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসইতে ৩৬৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ১৯৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৫১টির ও অপরিবর্তিত রয়েছে ১১৯টির দাম।
লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক বেড়েছে ৫ পয়েন্ট। ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট বেড়েছে। এসময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ১৫৭ কোটি ২৯ লাখ ২ হাজার টাকার শেয়ার।
একই অবস্থায় লেনদেন হচ্ছে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। প্রথম ঘণ্টায় সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৩ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ১৭১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩ কোটি ২৩ লাখ ৮৪ হাজার ৩৩১ হাজার টাকা।
সিএসইতে ১১১টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৫১টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৫টির, অপরিবর্তিত রয়েছে ৪৫টির দাম।
এমআই/এসএসএইচ