দুই ঘণ্টায় লেনদেন পৌনে ৫শ কোটি টাকা
সূচক ওঠানামার মধ্যদিয়ে চলছে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (৮ আগস্ট) দেশের পুঁজিবাজারের লেনদেন। এদিন লেনদেনের প্রথম দুই ঘণ্টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ১০ পয়েন্ট।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক কমেছে ১৮ পয়েন্ট। সূচক কমলেও বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। লেনদেনে কিছুটা ধীরগতি দেখা দিয়েছে। তাতে দুই ঘণ্টায় লেদেন হয়েছে পৌনে ৫শ কোটি টাকা।
বিজ্ঞাপন
ডিএসইর তথ্য মতে, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্থাৎ দুই ঘণ্টায় ডিএসইতে ৩৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ১৫৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৪০টির ও অপরিবর্তিত রয়েছে ৮৪টির দাম।
লেনদেনের প্রথম দুই ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট কমে ৬ হাজার ২৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক কমেছে ২ পয়েন্ট। ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট কমেছে।
এসময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৪৭০ কোটি ৪৮ লাখ ৮১ হাজার টাকার শেয়ার। অর্থাৎ পৌনে ৫শ কোটি টাকা।
একই অবস্থায় লেনদেন হচ্ছে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। প্রথম দুই ঘণ্টায় সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮ পয়েন্ট কমে ১৮ হাজার ৫১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৬ কোটি ৯৬ লাখ ১৩ হাজার ৯০৯ হাজার টাকা।
সিএসইতে ২০৭টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৭৪টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে,কমেছে ৭৮টির, অপরিবর্তিত রয়েছে ৫৫টির দাম।
এমআই/এসএম