বড় লোকসানের মুখে পড়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান তাল্লু স্পিনিং মিলস লিমিটেড। কোম্পানিটির ২০২১-২২ অর্থবছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।

মঙ্গলবার (১৪ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য মতে, ২০২১ সালের জুলাই থেকে ডিসেম্বর দুই প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮৯ পয়সা। এর মধ্যে জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ৪৬ পয়সা, আর অক্টোবর-ডিসেম্বরে শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪৩ পয়সা।

সর্বশেষ ২০১৫ সালে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল তাল্লু স্পিনিং মিলস লিমিটেড। এরপর থেকে গত ৫ বছর ধরে শেয়াহোরল্ডারদের কোনো লভ্যাংশ দিচ্ছে না। এতে বিপদে রয়েছেন ৮ কোটি ৯৩ লাখ ৩৫ হাজার ৩৭৫টি শেয়ারধারী।

সোমবার কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ১০ টাকা ৭০ পয়সা। আজ মঙ্গলবার দুপুর ১২টায় লেনদেন হয়েছে ১০ টাকা ৫০ পয়সা। অর্থাৎ একদিনের ব্যবধানে ২০ পয়সা কমেছে শেয়ারের দাম।

এমআই/এমএইচএস