পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কাট্টালি টেক্সটাইল লিমিটেড তাদের তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে। কোম্পানিটির তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ পয়সা। যা গত বছর একই সময়ে ছিল ২৯ পয়সা। 

জানুয়ারি থেকে মার্চ ২০২১ এই তিনমাসের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। যা বুধবার (১ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

ডিএসইর তথ্য মতে, কাট্টালি টেক্সটাইল লিমিটেডের ২০২১-২২ অর্থবছরের তিন প্রান্তিকে শেয়ার প্রতি আয় মুনাফা করেছে ১ টাকা ৫ পয়সা। এর আগের বছরের একই সময়ে যা ছিল ৯০ পয়সা।

তিন প্রান্তিকের মধ্যে প্রথম প্রান্তিকে ইপিএস ছিল ৪৭ পয়সা, দ্বিতীয় প্রান্তিকে ইপিএস ছিল ৩৯ পয়সা এবং তৃতীয় প্রান্তিকে ইপিএস ২৯ পয়সা। সব মিলে তিন প্রান্তিকে মুনাফা হয়েছে ১ টাকা ৫ পয়সা। তাতে গত ৩১ মার্চ ২০২২ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল দাঁড়িয়েছে ১৭ টাকা ০৭ পয়সাতে।

এমআই/জেডএস