বেড়েছে সূচক ও লেনদেন
দিনভর ওঠানামার পর সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (৩০ মে) সূচক বেড়ে দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন
প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১৯ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৫৪ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনও।
ডিএসইর তথ্য মতে, সোমবার বাজারে ৩৭৭টি প্রতিষ্ঠানের ২৩ কোটি ৭৪ লাখ ৮৬ হাজার ২৮৫টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ১৬৩টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৭৯টির আর অপরিবর্তিত রয়েছে ৩৫টির।
বিজ্ঞাপন
অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমার দিনেও বড় মূলধনী কোম্পানির শেয়ারের দাম বাড়ায় এদিন ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৯ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএক্স আগের দিনের চেয়ে বেড়েছে ১ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক বেড়েছে ৩ পয়েন্ট।
সোমবার ডিএসইতে ৮৩৬ কোটি ৪০ লাখ ১৭ হাজার টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৮৩৩ কোটি ৬১ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার।
এদিন সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। এরপর যথাক্রমে লেনদেন হয় বিডি ফাইন্যান্স, ওরিয়ন ফার্মা, বেক্সিমকো ফার্মা, আইপিডিসি, বিএসসি, জিএসপি ফাইন্যান্স, জেনেক্স ইনফোসেস, ফরচুন সুজ এবং আইএফআইসি ব্যাংক লিমিটেড।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭০২ পয়েন্টে।
এ বাজারে ২৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১১৪টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টির। এদিন লেনদেন হয়েছে ৩০ কোটি ৯৮ লাখ ৮৩ হাজার ৩০০ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ২১ কোটি ৭২ লাখ ৪ হাজার ২৭৩ টাকা।
এমআই/জেডএস