সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা
শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেড। জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
ডিএসইর তথ্য মতে, বিদায়ী বছরে সাধারণ বিমা খাতের কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ৮৩ পয়সা। সেখান থেকে পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ (অর্থাৎ শেয়ার প্রতি ১ টাকা ২০ পয়সা) ঘোষণা করেছে। এর ফলে কোম্পানিটির ৪ কোটি শেয়ারধারীদের মোট ৪ কোটি ৮০ লাখ টাকা লভ্যাংশ দেওয়া হবে। বাকি টাকা কোম্পানি অন্যান্য খাতে ব্যয় করবে। এটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর প্রথম লভ্যাংশ ঘোষণা সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের।
২০২১ সালে তালিকাভুক্ত কোম্পানিটির পরিচালনা পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে ২০ জুন। ওইদিন ডিজিটাল প্ল্যাটফর্মে বেলা ১১টায় কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ মে।
৩১ ডিসেম্বর ২০২১ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৬ টাকা ৯৯ পয়সা। লভ্যাংশ ঘোষণা উপলক্ষে বৃহস্পতিবার কোম্পানির শেয়ারটির দর সীমা ওপেন থাকবে। অর্থাৎ শেয়ারটির দাম ইচ্ছেমতো বসাতে পারবেন বিনিয়োগকারীরা।
এমআই/জেডএস