ফেব্রুয়ারি শেষ সপ্তাহ কিংবা মার্চের প্রথম সপ্তাহে দেশের পুঁজিবাজারে পুনরায় লেনদেন শুরু হতে পারে ওভার দ্যা কাউন্টার মার্কেটের (ওটিসি) চার কোম্পানির। এগুলো হচ্ছে- মুন্নু ফেব্রিক্স লিমিটেড, তামিজউদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেড, বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফেকচারিং কোম্পানি লিমিটেড ও পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এ লক্ষ্যে সব ধরেনের প্রস্তুতি গ্রহণ করছে দুই স্টক এক্সচেঞ্জ। গত ৪ ফেব্রুয়ারি ব্যবসায়িক উন্নতির কারণে দীর্ঘদিন ধরে ওটিসি মার্কেটে লেনদেন হওয়া কোম্পানিগুলোকে মূল মার্কেটে লেনদেনের সম্মতি দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরপর থেকে কোম্পানি ও দুই স্টক এক্সচেঞ্জের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা লেনদেনের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন।

এ বিষয়ে ডিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, কমিশনের সিদ্ধান্তের আলোকে আমরা কোম্পানিগুলোকে চিঠি দিয়েছি। তাদের ব্যবসায়িক কার্যক্রমের সব তথ্য জানতে পেরেছি। আরও বেশ কিছু কার্যক্রম রয়েছে। আর বেশ কিছু কার্যক্রম রয়েছে এগুলো শেষ করার পর আমরা কমিশনের কাছে লেনদেনের অনুমতি চেয়ে আবেদন করব। কমিশন অনুমোদন দিলেই লেনদেন শুরু করব। ফলে এই মাসের শেষ কিংবা আগামী মাসের প্রথম সপ্তাহে লেনদেন শুর হতে পারে।

এর আগে গত ৪ ফেব্রুয়ারি বিএসইসির পক্ষ থেকে ডিএসইকে বলা হয়, ওটিসি মার্কেটে লেনদেনকৃত চার কোম্পানির ব্যবসায়িক উন্নতির কারণে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মূল মার্কেটে লেনদেনের সম্মতি দেওয়া হয়েছে। এছাড়াও কমিশনের বিবিধ ধারার সঙ্গে সংগতিপূর্ণ পদক্ষেপ নেওয়ায় কতিপয় শর্ত সাপেক্ষে তাদের আবেদনের প্রেক্ষিতে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেগুলেশন, ২০১৫ এর কতিপয় প্রবিধান ও সিকিউরিটিজ আইনের শর্ত থেকে অব্যাহতি দিয়ে রি-লিস্টিং প্রক্রিয়ার মাধ্যমে তাদের এ সুযোগ দেওয়া হয়।

ফলে নতুন বছরের শুরুতেই ওটিসি মার্কেট থেকে আরও চার কোম্পানি মূল মার্কেটে আসছে। এর আগের গত বছর রহিমা ফুডকে ওটিসি মার্কেট থেকে মূল মার্কেটে ফিরে আনে বিএসইসি।

এমআই/ওএফ