বড় পতন ঠেকাল বিমা খাত
ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার পতনের দিনে বিমা খাতের পালে হাওয়া লেগেছে। ফলে সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার বিমা খাতে তালিকাভুক্ত ৫৩ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৯টির, কমেছে দুটির আর অপরিবর্তিত রয়েছে দুটি কোম্পানির শেয়ারের দাম।
বুধবার লেনদেন হওয়া ৩৭৯টি প্রতিষ্ঠানের এর মধ্যে ১০৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে ২০৫টির, আর অপরিবর্তিত রয়েছে ৬৫টির। এতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে ১১ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কমেছে ২৯ পয়েন্ট।
বিজ্ঞাপন
সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন। ফলে সোম ও মঙ্গলবার টানা দুদিন উত্থানের পর আজ বুধবার দরপতন হলো।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, মঙ্গলবার (২৯ মার্চ) দ্রুত পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩০ নন-লাইফ ইনস্যুরেন্স কোম্পানির উদ্যোক্তাদের কমপক্ষে ৬০ শতাংশ শেয়ার ধারণের নির্দেশ দিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (আইডিআরএ)। একইসঙ্গে পরিশোধিত মূলধন কমপক্ষে ৪০ কোটি টাকা করারও নির্দেশনা রয়েছে। এছাড়াও ইকুইটির ২০ শতাংশ পুঁজিবাজারে বিনিয়োগের শর্তে ২৬ বিমা কোম্পানিকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে তালিকাভুক্ত হওয়ার বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আইডিআরএকে চিঠি দিয়েছে। এই দুই চিঠির কারণে বিমা খাতের উত্থান হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য মতে, বুধবার বাজারটিতে ৩৭৯টি প্রতিষ্ঠানের ১৬ কোটি ৭১ লাখ ২২ হাজার ৫২টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এতে মোট ৮০১ কোটি ৩২ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৯৮১ কোটি ৬১ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার। অর্থাৎ আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে লেনদেন।
ডিএসইতে এদিন লেনদেনের শীর্ষে ছিল ফরচুন সুজের শেয়ার। এরপর ছিল জেনেক্সইনফোসেস, বেক্সিমকো লিমিটেড, প্রভাতী ইনস্যুরেন্স,বিডি ল্যাম্পস, সোনালী পেপার, বিডিকম, নাহী এলুমিনিয়াম, ওরিয়ন ফার্মা এবং লাফার্জহোলসিম লিমিটেড।
ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানসহ অধিকাংশ খাতের কোম্পানিগুলোর শেয়ারের দাম কমায় ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১১ দশমিক ৫৩ পয়েন্ট কমে ৬ হাজার ৭৫৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসইএক্স আগের দিনের চেয়ে কমেছে ১ দশমিক ৪ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক কমেছে ৫ দশমিক ৪৮ পয়েন্ট।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৯ দশমিক ১৭ পয়েন্ট কমে ১৯ হাজার ৭৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে ৩১০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৯১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৭৭টির, আর অপরিবর্তিত রয়েছে ৪২টির দাম।
এ বাজারে ২২ কোটি ৯৭ লাখ ৩১ হাজার ৯৪২ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের দিন বাজারটিতে লেনদেন হয়েছিল ৩১ কোটি ৬৯ লাখ ১৯ হাজার ১৬১ টাকার শেয়ার।
এমআই/এসকেডি