শাহজালাল ইসলামী ব্যাংকের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা
শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড। যা গত নয় বছরের মধ্যে সর্বোচ্চ।
বুধবার (১৬ মার্চ) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ আর ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি সূত্রে এসব তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
কোম্পানির তথ্য মতে, ২০২১ সালে ব্যাংক এশিয়ার শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫২ পয়সা। সেখান থেকে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ অর্থাৎ শেয়ার প্রতি এক টাকা করে লভ্যাংশ দেওয়ার পাশাপাশি দুটি শেয়ারের বিপরীতে একটি করে বোনাস শেয়ার দেবে। বাকি টাকা কোম্পানির অন্যান্য খাতে ব্যয় করবে।
২০০৭ সালে তালিকাভুক্ত ব্যাংকটির ২০২০ সালে শেয়ার প্রতি আয় হয়েছিল ২ টাকা ৫১ পয়সা। সেখান থেকে ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর আগে ২০১২ সালে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল ব্যাংকটি।
পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ এপ্রিল। ওই দিন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংকটির এজিএম বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ এপ্রিল।
১০২ কোটি ৯০ লাখ ৯৬ হাজার ৯৫২টি শেয়ারের কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২১ সালে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ২৭পয়সা। কোম্পানিটির শেয়ার বুধবার সর্বশেষ লেনদেন হয়েছে ২৩ টাকা ১০ পয়সা।
এমআই/ওএফ