পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ লিমিটেডের রেকর্ড ডেট বৃহস্পতিবার (৩ মার্চ)। এ কারণে কোম্পানিটির শেয়ারের লেনদেন আজ বন্ধ থাকবে। তবে রেকর্ড ডেটের পর আগামী ৬ মার্চ (রোববার) থেকে কোম্পানিটি আবার লেনদেনে ফিরবে।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৯ ফেব্রুয়ারি ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেওয়ার জন্য রেকর্ড ডেট নির্ধারণ করে কোম্পানিটি। এতে বলা হয়, কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য নতুন করে ১৫০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

এর আগে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১২৫ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ দিয়েছিল। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২৭৫ শতাংশ নগদ লভ্যাংশ দিলো।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২৭ টাকা ৭২ পয়সা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ২০ টাকা ১৬ পয়সা। এই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৬৮ টাকা ১৩ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ মার্চ ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ মার্চ ২০২২।

এমআই/জেডএস