দেড় ঘণ্টায় সূচক নেই ৭৪ পয়েন্ট, ফের আতঙ্কে বিনিয়োগকারীরা
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২মার্চ) দেশের পুঁজিবাজারে সূচকের বড় পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। এর ফলে প্রথম দেড় ঘণ্টায় বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। তাতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে ৭৪ পয়েন্ট।
এ সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১৬১ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। ফলে লেনদেনে ধীর গতি দেখা দিয়েছে। আরও দরপতনের আতঙ্কে রয়েছেন বিনিয়োগকারীরা। তাই শেয়ার বিক্রি করে পুঁজি তুলে নিচ্ছেন তারা।
বিজ্ঞাপন
ডিএসইর তথ্য অনুযায়ী, সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত ৩৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৩২৫টির ও অপরিবর্তিত রয়েছে ৩২টির দাম।
এ সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৪ দশমিক ১৬ পয়েন্ট কমে ৬ হাজার ৬৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক কমেছে ১৩ দশমিক ৬০ পয়েন্ট।
ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে কমেছে ২৪ দশমিক ৮৪পয়েন্ট। এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ২৪৯ কোটি ৪৮ লাখ ৮৮ হাজার টাকা।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৬১ পয়েন্ট কমে ১৯ হাজার ৫৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ৭ কোটি ৯০ লাখ ৬১ হাজার টাকার শেয়ার। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৬টির, কমেছে ১৬০টির আর অপরিবর্তিত রয়েছে ১৬টি প্রতিষ্ঠানের শেয়ারের।
এমআই/এসকেডি