ব্যাংক ‍ও পুঁজিবাজারের মতো আগামী ৩০ মে পর্যন্ত সীমিত আকারে খোলা থাকবে বিমা কোম্পানির অফিস। 

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধিনিষেধ ৩০ মে পর্যন্ত বাড়ানোর সময়ে বিমা কোম্পানির অফিসও খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। 

এর ফলে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিমা কোম্পানির প্রধান কার্যালয়সহ গুরুত্বপূর্ণ শাখাগুলো খোলা থাকবে।

এ বিষয়ে আইডিআরএর চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন ঢাকা পোস্টকে বলেন, দেশের অর্থনীতির কথা চিন্তা করে বিমা কোম্পানির অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ব্যাংকগুলো সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন হবে। তবে ব্যাংক খোলা থাকবে বিকেল চারটা পর্যন্ত। অন্যদিকে পুঁজিবাজারের লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে।

এমআই/জেডএস