শেয়ারহোল্ডারদের হতাশ করল পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড। ২০২২ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পর্ষদ সভায় নো ডিভিডেন্ড দেওয়ার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে পরপর দুই বছর লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।

রোববার (৯ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর দেওয়া তথ্য মতে, ২০০৭ সালে বিমা খাতের তালিকাভুক্ত কোম্পানিটির পর্ষদ সভায় ২০২২ সমাপ্ত বছরের জন্য ‘নো ডিভিডেন্ড’ দেওয়ার সুপারিশ করা হয়েছে।

এ সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ৭ ডিসেম্বর। ওই দিন বেলা সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ অক্টোবর।

সর্বশেষ ২০২০ সালে শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। এ কোম্পানির বর্তমান শেয়ার সংখ্যা ১৬ কোটি ১৮ লাখ ৫৮ লাখ ৭৪ হাজার ১৯৫ ২০ হাজার ২৩০টি। আজ (রোববার) দিনের শুরুতে শেয়ারটির মূল্য ছিল ১৬ টাকা ৩০ পয়সা।

এমআই/কেএ