রফতানি ডকুমেন্ট বিদেশে সরাসরি পাঠানোর সুযোগ
এখন থেকে নিজস্ব ওয়েবসাইট কিংবা সুরক্ষিত চ্যানেলে রফতানিকারক নিজেই রফতানি ডকুমেন্ট বিদেশে পাঠাতে পারবেন।
রোববার (৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
এর আগে পণ্য জাহাজীকরণের ১৪ দিনের মধ্যে রফতানি ডকুমেন্ট শুধু ব্যাংকিং চ্যানেলে বিদেশে পাঠানোর সুযোগ ছিল।
নতুন নির্দেশনায়, বিদেশি আমদানিকারক বা তাদের মনোনীত প্রতিনিধির কাছে রফতানিকারকরা সরাসরি রফতানি ডকুমেন্ট পাঠাতে পারবে। এক্ষেত্রে কয়েকটি শর্ত পরিপালন করতে হবে। এর মধ্যে মূল পরিবহন দলিল এডি ব্যাংকের কাছে সংরক্ষিত থাকতে হবে। এছাড়া সংশ্লিষ্ট পণ্যের রফতানি আয় দেশে আসার পর উক্ত মূল পরিবহন দলিল এনডোর্স করা যাবে।
বিজ্ঞাপন
বিদেশি ক্রেতার চাহিদা অনুযায়ী রফতানি ডকুমেন্ট ব্যাংকিং চ্যানেলে বিদেশে পাঠানোর রেওয়াজ উঠে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনায় বর্তমান ব্যবস্থাকে স্বীকৃতি দেওয়া হয়েছে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, বৈদেশিক লেনদেন ব্যবস্থা প্রতিনিয়ত সময়োপযোগী করা হচ্ছে। রফতানি বিষয়ে নতুন নির্দেশনা অনুসারে বিদেশি ক্রেতার শর্তানুযায়ী রফতানি ডকুমেন্ট রফতানিকারক নিজেই বিদেশে পাঠাতে পারবে। এডি ব্যাংক রফতানি আয় পাওয়ার পর মূল পরিবহন দলিল সংশ্লিষ্ট পক্ষের নামে এনডোর্স করবে।
এসআই/জেডএস