বিশেষ সিএসআরে সাড়া নেই, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
করোনা মহামারি চলাকালে বিশেষ সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমে (সিএসআর) আশানুরূপ সাড়া দিচ্ছে না দেশের তফসিলি ব্যাংকগুলো। এ বিষয়ে সব ব্যাংককে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন ১৫ দিন পরপর জমা দিতে বলা হয়েছে।
একইসঙ্গে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে তৃণমূল পর্যায়ে হতদরিদ্র, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও স্বাস্থ্যসেবা পৌঁছানো নিশ্চিত করে বিশেষ সিএসআর কার্যক্রম বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এক সার্কুলার লেটারে এ নির্দেশনা দেওয়া হয়।
সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, চলতি বছরের ১৪ জুলাই পর্যন্ত জেলা প্রশাসক, নিজস্ব ব্যবস্থাপনা ও সেনা কল্যাণ সংস্থার মাধ্যমে পরিচালিত ব্যাংকগুলোর বিশেষ সিএসআর কার্যক্রমের অগ্রগতি আশানুরূপ নয়। ফলে এ বিশেষ কার্যক্রমের আওতায় আপনাদের তৃণমূল পর্যায়ে হতদরিদ্র, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও স্বাস্থ্যসেবা পৌঁছানো নিশ্চিতকল্পে সক্রিয় ভূমিকা রেখে এ বিশেষ কার্যক্রমকে বেগবান করার পরামর্শ দেওয়া যাচ্ছে। এ লক্ষ্যে বিশেষ সিএসআর খাতে নির্দিষ্ট অর্থ বিতরণের সময়সীমা চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হলো।
চিঠিতে আরও বলা হয়, সিএসআর কার্যক্রম নির্ধারিত সময়সীমার মধ্যে বাস্তবায়ন তদারকি নিশ্চিত করতে নির্ধারিত ছকে পাক্ষিকভিত্তিতে (১৫ দিন পরপর) অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে হবে। এ লক্ষ্যে প্রথম প্রতিবেদন আগামী ১০ আগস্টের মধ্যে দিতে হবে। অন্যান্য পাক্ষিক প্রতিবেদন (প্রতি মাসের ১৫ ও ৩০ তারিখ) প্রতি পক্ষকাল শেষ হওয়ার পরবর্তী তিন কর্মদিবসের মধ্যে সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টে মহাব্যবস্থাপকের কাছে দাখিল করতে হবে।
এসআই/এসকেডি/জেএস