চতুর্থ প্রজন্মের সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হাবিবুর রহমান পদত্যাগ করেছেন। পর্ষদের প্রভাবশালী কয়েকজন পরিচালকের চাপে পড়ে পদ ছাড়লেও পদত্যাগপত্রে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়েছেন তিনি।

শনিবার (৯ সেপ্টেম্বর) ব্যাংকের সংশ্লিষ্ট এক কর্মকর্তা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ব্যাংকের কোম্পানি সেক্রেটারি মোকাদ্দেস আলীর মাধ্যমে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বরাবর পদত্যাগপত্র জমা দেন। তবে পর্ষদ এখনো তার পদত্যাগপত্র গ্রহণ করেনি। ২০১৩ সালে সাউথ বাংলা ব্যাংকের যাত্রা শুরুর পর বেশ কয়েকজন এমডি পদত্যাগ করেছেন। তাদের পদত্যাগের পেছনে মূল কারণ ছিল পর্ষদের প্রভাবশালী পরিচালকের চাপ, স্বেচ্ছাচারিতা ও অযাচিত হস্তক্ষেপ।

এর আগে গত সপ্তাহে পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারেক রিয়াজ খান পদত্যাগ করেন। তিনি ‘ব্যক্তিগত স্বাস্থ্যগত কারণ’ দেখিয়েছিলেন।

এসবিএসির যাত্রা শুরুতে ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন এস এম আমজাদ হোসেন। ২০২১ সালের সেপ্টেম্বরে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি পদত্যাগ ক‌রে‌ যুক্তরাষ্ট্রে চলে যান। এরপর ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব নেন থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা। এরপর গত ১৯ আগস্ট ব্যাংকের উদ্যোক্তা পরিচালক এ জেড এম শফিউদ্দিন (শামীম) চেয়ারম্যানের দায়িত্ব নেন।

পর্ষদের চাপ, স্বেচ্ছাচারিতা ও অযাচিত হস্তক্ষেপে ব্যাংকের এমডিদের পদত্যাগ ঠেকাতে ২০১৪ সালে একটি সুরক্ষা নীতিমালা করে বাংলাদেশ ব্যাংক। সেখানে বলা হয়, কোনো এমডি স্বেচ্ছায় পদত্যাগ করতে চাইলে কিংবা পরিচালনা পর্ষদ কাউকে বাদ দিতে চাইলে এক মাস আগে নোটিশ দিয়ে জানাতে হবে। বাংলাদেশ ব্যাংকের কাছে পদত্যাগের অনুলিপি দিতে হবে। এরপর বাংলাদেশ ব্যাংক যে সিদ্ধান্ত নেবে তা চূড়ান্ত বলে গণ্য হবে।

/এসআই/এসএসএইচ/