চীনা ব্যাংকে হিসাব খুলতে চায় সরকার
চীনের পিপলস ব্যাংক অব চায়নাতে হিসাব (অ্যাকাউন্ট) খুলতে চায় বাংলাদেশ সরকার। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়ার দেওয়া ঋণ পরিশোধে জন্য এ হিসাব ব্যবহার করা হবে। বাংলাদেশ ব্যাংককে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে গত ৭ আগস্ট চিঠি দিয়েছে সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)।
সোমবার (১৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক কোনো মন্তব্য করেননি।
বিজ্ঞাপন
চীনা ব্যাংকে হিসাব খোলার বিষয়ে বাংলাদেশ ব্যাংককে দেওয়া ইআরডির চিঠিতে বলা হয়, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সই হওয়া আন্তঃসরকার ঋণচুক্তির সংশোধনী বাস্তবায়নের জন্য ব্যাংক অব চায়নাতে হিসাব খোলা অতি জরুরি। চুক্তি স্বাক্ষরের অনুমতিসংক্রান্ত সারসংক্ষেপ প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। বর্তমানে সংশোধনী দুইটি সই হওয়ার জন্য তৈরি আছে।
২ হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতার রূপপুর বিদ্যুৎকেন্দ্রে রাশিয়া সরকার ঋণ দিচ্ছে ১ হাজার ১৩৮ কোটি মার্কিন ডলার (১১ দশমিক ৩৮ বিলিয়ন), যা বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ২৩ হাজার কোটি টাকার বেশি (ডলারপ্রতি ১০৮ টাকা ধরে)। এটিই বাংলাদেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার প্রতিবেশী ইউক্রেনে সামরিক হামলা চালানোর পর দেশটির (রাশিয়া) ব্যাংকগুলোকে বৈশ্বিক লেনদেনব্যবস্থা সুইফট থেকে বের করে দেয় যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো। পাশাপাশি রাশিয়ার ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়। এতে বাংলাদেশের রূপপুরের ঋণ পরিশোধও কঠিন হয়ে পড়ে।
এসআই/এফকে