মোবাইল রিচার্জ আরও স্বাচ্ছন্দ্যদায়ক ও লাভজনক করে তুলতে আকর্ষণীয় ক্যাশব্যাক অফার নিয়ে এসেছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ট্রাস্ট আজিয়াটা পে বা ট্যাপ।

মোবাইল ব্যবহারকারীদের দিনের যেকোনো সময় রিচার্জের প্রয়োজন হতে পারে; এবং বর্তমানে, বেশিরভাগ মানুষ এমএফএস’র মাধ্যমে মোবাইল নম্বর রিচার্জ করতে চান। গ্রাহকদের এই প্রয়োজনীয়তা এবং সুবিধার কথা মাথায় রেখে রিচার্জে ক্যাশব্যাকসহ বিভিন্ন অফার নিয়ে এসেছে ট্যাপ।

মোবাইল নেটওয়ার্ক সেবাদাতার ভিত্তিতে বিভিন্ন প্যাক, যেমন ভয়েস, ডেটা এবং কম্বোতে ট্যাপ ক্যাশব্যাক অফার দিচ্ছে। ক্যাম্পেইন চলাকালীন একজন ট্যাপ গ্রাহক প্রতিটি প্যাকে সর্বোচ্চ তিন বার এই ক্যাশব্যাক অফারটি উপভোগ করতে পারবেন।

এ অফারের মাধ্যমে ব্যবহারকারীরা প্রতি রিচার্জে ১০-৭১ শতাংশ পর্যন্ত তাৎক্ষণিক ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ক্যাম্পেইনটি চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

এ বিষয়ে ট্রাস্ট আজিয়াটা পে’র (ট্যাপ) প্রধান নির্বাহী কর্মকর্তা দেওয়ান নাজমুল হাসান বলেন, বর্তমানে মানুষ বিভিন্ন কাজ করার ক্ষেত্রে স্বাচ্ছন্দ্যদায়ক উপায় খোঁজে। ঝামেলাবিহীন মোবাইল রিচার্জের জন্য মানুষ মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের ওপর নির্ভর করছে। আর এ কথাটি  মাথায় রেখে এবং গ্রাহকদের  উৎসাহিত করতেই ক্যাশব্যাকের সুযোগসহ বিভিন্ন এক্সক্লুসিভ অফার নিয়ে এসেছে ট্যাপ।

১৬৭৩৩ কল করে অথবা https://trustaxiatapay.com/offer.php ব্রাউজ করে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এমএইচএস