শেয়ার প্রতি ১ টাকা ২০ পয়সা লভ্যাংশ দেবে আরএকে সিরামিক
শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত আরএকে সিরামিক (বাংলাদেশ) লিমিটেড।
বুধবার (২ফেব্রুয়ারি) কোম্পানিটির জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ। ফলে প্রতিষ্ঠানটির বিনিয়োগকারীরা শেয়ার প্রতি ১ টাকা ২০ পয়সা করে নগদ লভ্যাংশ পাবেন।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানি সচিব মোহাম্মদ শহিদুল ইসলাম। তিনি বলেন, ২০২১ সালে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১২ পয়সা। সেখান থেকে শেয়াহোল্ডারদের জন্য সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
এর আগের বছর ২০২০ সালে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ অর্থাৎ শেয়ার প্রতি এক টাকা লভ্যাংশ পেয়েছেন বিনিয়োগকারীরা। তবে তার আগের বছর ২০১৯ সালে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয় বিনিয়োগকারীদের। অর্থাৎ দেড় টাকা করে লভ্যাংশ পেয়েছেন বিনিয়োগকারীরা।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ মার্চ। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ ফেব্রুয়ারি।
২০১০ সালে তালিকাভুক্ত কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ৪২ কোটি ৭৯ লাখ ৬৮ হাজার ৭০১টি। এর মধ্যে ৭২ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা-পরিচালকদের হাতে বাকি। ২৮ শতাংশের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১৮ দশমিক ৫৬ শতাংশ শেয়ার আর সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৮ দশমিক ৭৫ শতাংশ শেয়ার। এছাড়াও দশমিক ৫৯ শতাংশ শেয়ার রয়েছে বিদেশি বিনিয়োগকারীদের হাতে।
এমআই/এসকেডি