ফাইল ছবি

নিত্যপণ্যের লাগামহীন দামে বাজার অস্থির, দিশেহারা সাধারণ মানুষ। এমন পরিস্থিতির মসুর ডালের দাম বাড়াল  ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। কেজিতে পাঁচ টাকা বাড়িয়ে ৬৫ টাকায় ডাল বিক্রি করবে সংস্থাটি।

এ নিয়ে গত তিন মাসে কেজিতে ১০ টাকা দাম বাড়াল ন্যায্য মূল্যে পণ্য বিক্রির সরকারি সংস্থা টিসিবি। তবে তেল, পেঁয়াজ ও চিনির দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বৃহস্পতিবার থেকে ভ্রাম্যমাণ ট্রাকে ন্যায্যমূল্যে নিত্যপণ্য বিক্রি শুরু হবে।

বুধবার টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

টিসিবির পক্ষ থেকে জানানো হয়, ৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত সয়াবিন তেল, মসুর ডাল, পেঁয়াজ ও চিনি বিক্রি করা হবে। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে কোভিড-১৯ চলাকালীন ভর্তুকি মূল্যে সারাদেশে ৪০০ থে‌কে ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির এসব পণ্য বিক্রি করবে।  

ট্রাক থেকে একজন ক্রেতা ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি চিনি, ১১০ টাকা দরে দুই-পাঁচ লিটার সয়াবিন তেল ও ৩০ টাকা কেজি দ‌রে পেঁয়াজ, ৬৫ টাকা দরে দুই কেজি ডাল কিনতে পারবেন।  

এসআই/আরএইচ