সনদ ছাড়া দই তৈরি ও বাজারজাতকরণ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
সার্টিফিকেশন মার্কস (সিএম) লাইসেন্স না নিয়ে অবৈধভাবে ফার্মেন্টেড মিল্ক (দই) তৈরি, বিতরণ, বাজারজাত ও সরবরাহ করার অপরাধে একুশে সুইট অ্যান্ড বেকারি ও হাবিব বেকারিকে জরিমানা করা হয়েছে।
বুধবার (২৬ জানুয়ারি) রাজধানীর উত্তরায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে প্রতিষ্ঠান দুটিকে ৬৫ হাজার টাকা জরিমানা করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বিজ্ঞাপন
বিএসটিআইর পক্ষ থেকে জানানো হয়, উত্তরা থানা এলাকায় বিএসটিআইয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় বিএসটিআই আইন-২০১৮ অনুসারে ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্যের অনুকূলে বিএসটিআই’র সিএম সনদ না নিয়ে তৈরি, বিক্রয়, বিতরণ, প্রদর্শন ও বাজারজাত করার অপরাধে একুশে সুইট অ্যান্ড বেকারিকে ২৫ হাজার টাকা ও দক্ষিণখানের হাবিব বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা। অভিযানে সার্বিক সহযোগীতা করে ডিএমপি পুলিশ। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার (সিএম) আব্দুল মান্নান।
এসআই/এমএইচএস