কাস্টমস বিভাগের ১৫৮ সহকারী রাজস্ব কর্মকর্তাকে ‘রাজস্ব কর্মকর্তা’ পদে পদোন্নতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআরের দ্বিতীয় সচিব শেখ মেজবা-উল-সাবেরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) এনবিআরের জনসংযোগ দফতর বিষয়টি নিশ্চিত করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আওতাধীন এনবিআরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তাদের রাজস্ব কর্মকর্তা পদে পদোন্নতি প্রদান করা হলো। পদোন্নতিপ্রাপ্তদের চলতি দায়িত্ব হিসাবে স্ব স্ব কর্মস্থলেই রাখা হয়েছে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।

এর আগে গত ২৫ নভেম্বর ও ২ ডিসেম্বর পৃথক আদেশে মোট ১৮৫ জন কর্মকর্তাকে রাজস্ব কর্মকর্তা পদে পদোন্নতি দিয়েছিল এনবিআর।

>>>পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের নামের তালিকা দেখতে ক্লিক করুন

আরএম/এসকেডি