ভোজ্যতেলের দাম আপাতত বাড়ছে না। আগামী ৬ ফেব্রুয়ারি দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বুধবার (১৯ জানুয়ারি) সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, আমি ব্যবসায়ীদের অনুরোধ করেছি একটু সময় দিতে। আমরা আগামী ৬ তারিখ মানে ১৬ দিন পর বসব। তখন দাম বাড়ানোর প্রয়োজন হলে বাড়াব আর কমানোর প্রয়োজন হলে কমাব।

সবকিছু বিবেচনা করে যেটা সুবিধাজনক হয়, সেটাই করা হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী।

ভারতের শুল্ক কাঠামোর কথা উল্লেখ করে টিপু মুনশি বলেন, ভারতের বড় সুবিধা তাদের ডিউটি স্ট্রাকচার আমাদের চেয়ে কম। আমাদের যেখানে ১৮ থেকে ২০ শতাংশ, সেখানে তারা ৫ শতাংশ দেয়। এসব আমাদের বিবেচনা করে দেখতে হবে। এজন্য আমি ব্যবসায়ীদের অনুরোধ করেছি একটু সময় দিতে।

তিনি বলেন, ব্যবসায়ীরা নিজেরা কিছুটা দাম বাড়িয়েছেন আমাদের না জানিয়ে। সেটাও তারা কনসিডার করবেন বলেছেন।

এসএইচআর/এসএসএইচ