কথা রাখেননি সবজি ব্যবসায়ীরা। তারা বলেছিলেন শীত এলে কমে যাবে সবজির দাম। শীত এসেছে ঠিকই, কিন্তু এখনও সেভাবে কমেনি সবজির দাম। এখনও চড়া দামে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের সবজি। বাজারে দামের দিক দিয়ে শীর্ষ স্থান দখল করেছে বরবটি। ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে সবজিটি।

শুক্রবার (৩১ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন কাঁচা বাজার ঘুরে দেখা গেছে, শীতের বাজারেও সব ধরনের সবজির দাম চড়া। দুই-একটি সবজি ছাড়া এখনও বেশির ভাগ সবজির কেজি ৫০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। ক্রেতারা বলছেন, অন্য কোনো বছর শীতের সময় এত বেশি দামে তারা সবজি কেনেননি।

শুক্রবার বাজার ঘুরে দেখা গেছে, বাজারে প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে, সিম প্রতি কেজি ৬০ টাকা, বেগুন প্রতি কেজি ৫০ টাকা, করোলা ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া শালগম প্রতি কেজি ৬০ টাকা, নতুন আলু প্রতি কেজি ৩০ থেকে ৩৫ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। ছোট সাইজের ফুলকপি প্রতি পিস ৪০ টাকা, মুলাও প্রতি কেজি ৪০ টাকায় বিক্রি হচ্ছে। তবে বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে বরবটি। প্রতি কেজি বরবটির ৮০ টাকায় বিক্রি করছেন দোকানীরা। কোনো কোনো দোকানে আবার এর চেয়েও বেশি দাম চাওয়া হচ্ছে।

অন্যদিকে ফুলকা (পিঁয়াজের ফুল) প্রতি আঁটি বিক্রি হচ্ছে ২০ টাকায়, বাঁধাকপি ছোট সাইজের প্রতি পিস বিক্রি হচ্ছে ৪০ টাকায়, ছোট ব্রোকলিও প্রতি পিস ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ভালো মানের প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৭০ টাকায়। পাশাপাশি শসা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ টাকায়, খিড়া প্রতি কেজি ৪০ টাকা এবং গাজর প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ টাকায়।

রাজধানীর মধ্যবাড্ডার সবজি বিক্রেতা সিদ্দিকুর রহমান বাজার বেশির কারণ দেখিয়ে বলেন, আসলে আমাদেরকে পাইকারি বাজার থেকে বেশি দামে সবজি কিনতে হচ্ছে। যে কারণে খুচরা বাজারেও বিক্রির সময় বেশি দাম পড়ে যাচ্ছে। শীত আসলে সবজির দাম কমার কথা। আগে যেমন চড়া দাম ছিল সেই তুলনায় একটু হলেও বাজার কমেছে। সামনে আরও দাম কমবে। তবে অন্য বছরের তুলনায় এ বছর শীত এলেও সবজির দাম এখনও বেশি।

তিনি আরও বলেন, একে পরিবহন ভাড়া বেশি, এছাড়া আছে বিভিন্ন চাঁদা। হাত যত বদলায় সবজিসহ সব কিছুর দাম তত বাড়ে। সেভাবেই সবজির দাম বাড়তি যাচ্ছে। বাজারে বর্তমানে বরবটির দাম সবচেয়ে বেশি। এটি খুচরা বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকায়। বরবটি সারা বছর উৎপাদন হলেও শীতের সময় বরবটি একটু কম ফলন হয়, তাই এখন দাম সবচেয়ে বেশি।

রাজধানীর গুলশান সংলগ্ন একটি কাঁচা বাজারে আসা ক্রেতা নাজমুল হোসেন বলেন, শীত পড়লেও সবজির দাম এখনও অনেক চড়া। অন্য বছর এ সময় সবজি অনেক কম দামে কিনতে পারলেও এ বছর এখনও অনেক বেশি দামে কিনতে হচ্ছে। বিক্রেতারা বলেছিল, শীত এলে সবজির দাম অনেক কমে যাবে। শীত এসেছে কিন্তু এখনও কমেনি শীতের সবজির দাম। সাধারণ ক্রেতাদের বাজারে এসে যেকোনো সবজি কিনতে গুনতে হচ্ছে বেশি দাম।

এএসএস/এসএসএইচ