দূষণ ও খরচ কমাতে বছরে ৫ লাখ বৈদ্যুতিক গাড়ি আনছে বাজাজ
পরিবেশ দূষণ ও পেট্রোল-ডিজেলের খরচ কমাতে মানুষ এখন বৈদ্যুতিক গাড়ির দিকে ঝুঁকছে। ফলে বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়ছে দ্রুত। এমন পরিস্থিতিতে পরিবেশ সচেতন ও জ্বালানি খরচ কমাতে চাওয়া গাড়ি ক্রেতাদের জন্য দারুণ এক সুখবর নিয়ে এলো বাজাজ অটো লিমিটেড।
নতুন বছরে বাজাজ তৈরি করছে নতুন একটি বৈদ্যুতিক গাড়ির প্ল্যান্ট। এতে বিনিয়োগ করা হবে প্রায় ৩০০ কোটি ভারতীয় রুপি। প্রকল্পের আওতায় বছরে তৈরি হবে ৫ লাখ বৈদ্যুতিক গাড়ি।
বিজ্ঞাপন
গত বুধবার (২৯ ডিসেম্বর) বাজাজ অটো লিমিটেড ভারতীয় গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছে। কোম্পানিটি আশা করছে, প্রথম গাড়িটি ২০২২ সালের জুন মাসের মধ্যেই চালু হয়ে যাবে।
গাড়ি বিক্রেতারাও বাজাজের নতুন এই প্রকল্পে বিনিয়োগ করতে পারবে বলে ঘোষণা করেছে কোম্পানিটি।
বাজাজ অটো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাজীব বাজাজ আশা করছেন, এই প্রকল্প বাস্তবায়নের ফলে বৈদ্যুতিক গাড়ি নির্মাণ খাতে বিশ্বে শীর্ষে অবস্থান করবে কোম্পানিটি।
এইচকে