দেড় কোটি টাকার সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সোনালী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটিডের চেয়ারম্যান মো. নূরুল হক শেখের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলায় ১০ লাখ টাকার অস্থাবর সম্পদের তথ্য গোপন ও এক কোটি ৪৮ লাখ ৯৪ হাজার ৪১৮ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। 

রোববার (২৬ ডিসেম্বর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির সহকারী পরিচালক জেসমিন আক্তার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদক উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে আরো জানা যায়, গত ৪ জুলাই দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে স্থাবর ও অস্থাবর সম্পদসহ মোট ৩ কোটি ১৮ লাখ ৬৬ হাজার ১৮৪ টাকার সম্পদের ঘোষণা দেন সোনালী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটিডের চেয়ারম্যান মো. নূরুল হক। তবে সম্পদ বিবরণী যাচাইয়ে পাওয়া তথ্য ও উপাত্তের ভিত্তিতে মো. নূরুল ইসলাম শেখের নামে ঢাকা মেট্রো ক-০২-৩১২৭ নম্বরের একটি গাড়ি পাওয়া যায়। যার ক্রয়মূল্য নথি অনুযায়ী ১০ লাখ টাকা। যা তিনি কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীর অস্থাবর অংশে ঘোষণা না দিয়ে গোপন করেছেন। 

এছাড়া নথিপত্র যাচাই-বাছাই করে এক কোটি ৪৮ লাখ ৯৪ হাজার ৪১৮ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের খোঁজ পায় দুদকের অনুসন্ধান কর্মকর্তা। তাই তার বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়।

আরএম/জেডএস