‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ পেল আকিজ ফুড অ্যান্ড বেভারেজ
উৎপাদন প্রণালীতে কার্বন নির্গমন নিয়ন্ত্রণ, গ্লোবাল ওয়ার্মিং কমিয়ে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে ধারাবাহিকতা রক্ষা, নিরাপদ কর্ম পরিবেশ বজায় রাখার স্বীকৃতি হিসেবে 'গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২০'-এ ভূষিত হয়েছে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।
বুধবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিবেশবান্ধব প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি ব্যবহারে উৎসাহিত করার জন্য সরকারের এই উদ্যোগ।
বিজ্ঞাপন
অনুষ্ঠানের সভাপতি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ এহসানে ইলাহী পুরস্কার তুলে দেন।
আকিজ ভেঞ্চার গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সৈয়দ আলমগীর প্রতিষ্ঠানের পক্ষে 'গ্রিন ফ্যাক্টরি আওয়ার্ড ২০২০' গ্রহণ করেন।
বেশকিছু মাপকাঠি মেনে এই আওয়ার্ডটি দিয়েছে বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এগুলো হলো- অপরিহার্য প্রতিপালন, পরিবেশগত প্রতিপালন, প্রাতিষ্ঠানিক প্রতিপালন ও উদ্ভাবনী কার্যক্রম।
আওয়ার্ড অর্জন প্রসঙ্গে সৈয়দ আলমগীর বলেন, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড শিল্প-কারখানার ভেতরে সবুজায়ন, পরিবেশবান্ধব প্রযুক্তি ও কর্মীদের জন্য নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করে আসছে। যারই ফলশ্রুতি আজকে আমাদের এই অর্জন।
ধামরাই ও চাঁপাইনবাবগঞ্জে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ২টি ফ্যাক্টরি রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ফ্যাক্টরিতে ম্যাংগো পাল্প প্রসেসিং ও এগ্রো জাতীয় পণ্য প্রস্তুত করা হয়। ধামরাই ফ্যাক্টরিতে আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য মোজো, ক্লেমন, ফ্রুটিকা, স্পিড, ফার্ম ফ্রেশ দুধ ও দুগ্ধজাত পণ্য, টুইং, রিভেরা, আফি, চিজ পাফস্ সহ অসংখ্য গুণগত মানসম্পন্ন পণ্য প্রস্তুত করা হয়।
জেডএস