২০২০ সালে প্রায় ১৪ হাজার কোটি টাকা রাজস্ব অর্জন করেছে বেসরকারি টেলিকম কোম্পানি গ্রামীণফোন। একই বছর কোম্পানিটি ২৬ লাখ নতুন গ্রাহক অর্জনে সফল হয়েছে, যা আগের বছরের তুলনায় ৩ দশমিক ৪ শতাংশ বেশি।

২০২০ সালের শেষে অপারেটরটির মোট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৯০ লাখ, যার মধ্যে ৪ কোটি ১৩ লাখ বা ৫২ দশমিক ২ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী। রাজস্ব অর্জনের পরিমাণ ১৩ হাজার ৯৬১ কোটি টাকা। 

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) গ্রামীণফোনের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, ২০২০ সালের চতুর্থ প্রান্তিকে আমরা ১৪ হাজারের বেশি নেটওয়ার্ক সাইটকে ফোরজিতে রূপান্তর করতে সফল হয়েছি। একইসঙ্গে গ্রাহক পর্যায়ে ফোরজির ব্যবহার ৬৫.৬ শতাংশ বেড়েছে। ১ কোটি ৯৮ লাখ নতুন গ্রাহক ফোরজিতে যোগ দিয়েছেন।

তিনি বলেন, চতুর্থ প্রান্তিকে অর্থনৈতিক গতি প্রত্যাশার চেয়ে কম হওয়ায় আমাদের কোভিড-১৯ মহামারির কঠিন চ্যালেঞ্জের বছরটির ব্যবসায়িক কার্যক্রমে সার্বিকভাবে প্রভাব ফেলেছে। তবে এ সময়ে পারস্পরিক সহযোগিতা ও আলোচনার মাধ্যমে আমরা বেশ কিছু রেগুলেটরি বিষয় সমাধান করতে পেরেছি। 

আজমান বলেন, যেহেতু কোভিড-১৯ এর অনিশ্চয়তা এখনও বিদ্যমান, আমাদের প্রযুক্তি ও ডিজিটাল দক্ষতা দিয়ে এই মহামারি মোকাবিলায় গ্রাহকদের জন্য নতুন নতুন উদ্ভাবন ও সেবা নিয়ে আসতে আমরা বদ্ধ পরিকর। আমরা অর্থবহ আলোচনায় বিশ্বাস করি যা সেবার মান উন্নয়নের মাধ্যমে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধিতে সহায়তা করবে।

গ্রামীণফোনের সিএফও ইয়েন্স বেকার বলেন, গ্রামীণফোন ২০২০ সালের চতুর্থ প্রান্তিকে আগের বছরের তুলনায় ৩.৭ শতাংশ রাজস্ব প্রবৃদ্ধি অর্জন করেছে। অর্থনৈতিক অনিশ্চয়তা সত্ত্বেও চতুর্থ প্রান্তিকে কার্যকরী ব্যবসায়িক পরিকল্পনার মাধ্যমে আমরা ১৪ লাখ নতুন গ্রাহক নেটওয়ার্কে যুক্ত করতে সক্ষম হয়েছি।

একে/জেডএস