সর্বোচ্চ পরিমাণ মূল্য সংযোজন কর (ভ্যাট) পরিশোধ করায় জাতীয় ও জেলা পর্যায়ে ১১১ প্রতিষ্ঠানকে সেরা ভ্যাটদাতা হিসাবে নির্বাচিত করা হয়েছে। 

২০১৯-২০ অর্থবছরে উৎপাদন, ব্যবসায় ও সেবা ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে ৯টি প্রতিষ্ঠান ও জেলা পর্যায়ে ১০২টি প্রতিষ্ঠানকে সেরা ভ্যাটদাতা নির্বাচিত করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।

বুধবার (১৭ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মূসক-প্রশিক্ষণ ও পুরস্কার শাখার দ্বিতীয় সচিব ফাহমিদা মাহজাবীনের সই করা চিঠি সূত্রে এসব তথ্য জানা গেছে।  

জাতীয় পর্যায়ে সেরা ভ্যাটদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে উৎপাদন খাতে এ্যারিস্টফার্মা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, স্কয়ার ট্রয়াল্ট্রিজ লিমিটেড ও মেসার্স মায়া বিড়ি ফ্যাক্টরি নির্বাচিত হয়েছে।

অন্যদিকে ব্যবসায় খাতে নির্বাচিত হয়েছে এসএম মটর, এমকো বাজাজ ইন্টারন্যাশনাল ও মাবস ইউনিয়ন মটরস লিমিটেড এবং সেবা খাতে ইউটকো বাংলাদেশ কোং লিমিটেড, গ্রে এডভারটাইজিং বাংলাদেশ লিমিটেড ও রবার্ট বস বাংলাদেশ লিমিটেড।

অন্যদিকে, ২০১৯-২০ অর্থবছরে জেলা পর্যায়ে উৎপাদন, ব্যবসায় ও সেবা ক্যাটাগরিতে ১০২টি প্রতিষ্ঠানকে সেরা ভ্যাটদাতা নির্বাচিত করেছে এনবিআর।

পুরো তালিকাটি দেখতে ক্লিক করুন...

আরএম/ওএফ