ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইসের (ইএফডি) চালানের অষ্টম লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে।  

রোববার (৫ সেপ্টেম্বরে) জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ইএফডি লটারিতে মোট ১০১ জন বিজয়ীর চালান নম্বর ঘোষণা করা হয়। 

১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত ইস্যু করা চালানের ওপর এ লটারি অনুষ্ঠিত হয়।

ইএফডি লটারিতে প্রথম পুরস্কারের জন্য নির্বাচিত নম্বর হলো- 000821EYULYLP071। দ্বিতীয় পুরস্কারপ্রাপ্ত লটারির নাম্বার হলো- 002621FKDBXCV151। 

আর তৃতীয় লটারির নাম্বারগুলো হলো- 000021KFUZLER970, 001321UVVRVDH581, 002021JLFVWVC690,
001021GDBEHBA137 ও 002021BVCFYRQ121। 

প্রথম পুরস্কার ১ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ৫০ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার ২৫ হাজার টাকা (পাঁচটি)। 

ভ্যাট আদায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ২০১৯ সালের ২৫ আগস্ট ইএফডি’র উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। জুলাই পর্যন্ত ৩ হাজার ৩৯৩টি ব্যবসাপ্রতিষ্ঠানে ইএফডি বসিয়েছে এনবিআর।

ইএফডি হলো আধুনিক হিসাবযন্ত্র। এটি ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টারের (ইসিআর) উন্নত সংস্করণ। এ যন্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠানের প্রকৃত লেনদেন বা বিক্রির তথ্য জানতে পারছে এনবিআর। এর মধ্যে কত অংশ ভ্যাট তা জানা যায়। ফলে ভ্যাট ফাঁকি বন্ধ এবং আদায় বাড়ছে। ব্যবসাপ্রতিষ্ঠানের দৈনিক লেনদেনের তথ্য তদারকিতে এনবিআরের সার্ভারের সঙ্গে সফটওয়্যারের মাধ্যমে সংযুক্ত থাকে ইএফডি মেশিন। এজন্য ইতোমধ্যে সার্ভার স্থাপন করা হয়েছে।

গত ৫ ফেব্রুয়ারি প্রথমবারের মতো ইএফডি চালানের লটারির ড্র অনুষ্ঠিত হয়। 

৮ম লটারিতে পুরস্কারপ্রাপ্তদের তালিকা দেখতে ক্লিক করুন এখানে। 

আরএম/এইচকে