২৯৫ ক্রেতার সঙ্গে প্রতারণা, ভ্যাট গোয়েন্দার মামলা
২৯৫ জন ক্রেতার কাছ থেকে প্রতারণামূলকভাবে অতিরিক্ত ভ্যাট কর্তন করায় অভিযোগে লেকটেরেস রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা করেছে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
রাজধানীর উত্তরায় অবস্থিত লেকটেরেস রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ক্রেতাদের কাছ থেকে বেশি ভ্যাট গ্রহণ করার অনিয়ম উদঘাটন করে ভ্যাট গোয়েন্দারা। ভ্যাট আইন লঙ্ঘন করে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করায় এই মামলা দায়ের করা হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (২৪ আগস্ট) ভ্যাট গোয়েন্দার মহাপরিচালক ড. মইনুল খান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ভ্যাট গোয়েন্দা সূত্রে জানা যায়, রেস্টুরেন্টটি ক্রেতার কাছ থেকে বেশি ভ্যাট কর্তন করেও তা সরকারি কোষাগারে জমা দেয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এমন একজন ক্রেতা ভ্যাট গোয়েন্দা দফতরে অভিযোগের প্রেক্ষিতে ২৩ আগস্ট অভিযান পরিচালনা করা হয়। সংস্থার সহকারী পরিচালক মুনাওয়ার মুরসালিনের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়।
এ সময় দেখা যায়, রেস্টুরেন্টটি শীতাতপ নিয়ন্ত্রিত। ১৫ শতাংশ হারে গ্রাহকদের নিকট থেকে ভ্যাট আদায় করছে। অথচ আইন অনুসারে এই ক্ষেত্রে ১০ শতাংশ হার প্রযোজ্য। ২০২১-২০২২ অর্থবছরে বাজেট অনুসারে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) রেস্টুরেন্টের ক্ষেত্রে ১০ শতাংশ হারে ও নন-এসি রেস্টুরেন্ট এর ক্ষেত্রে সাড়ে ৭ শতাংশ হারে ভ্যাট কর্তন করার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু লেকটেরেস রেস্টুরেন্টটি অবৈধভাবে গ্রাহকদের কাছ থেকে অধিক হারে ভ্যাট আদায় করেছে। যা অবৈধ ও প্রতারণামূলক।
অভিযানে প্রতিষ্ঠানটির কাছ থেকে ২৯৫টি চালান ও বিল ভাউচার জব্দ করা হয়, যার প্রতিটি বিলের বিপরীতে ১৫ শতাংশ হারে ভ্যাট কর্তন করা হয়েছে। জব্দ করা তথ্যানুসারে গত এক সপ্তাহের মূসক আরোপযোগ্য পণ্যের বিক্রয়মূল্য ছিল ৪ লাখ ২৮ হাজার ৭৬০ টাকা। যার ওপর প্রযোজ্য ভ্যাট ৪২ হাজার ৮৭৬ টাকা। কিন্তু রেস্টুরেন্ট কর্তৃপক্ষ ক্রেতার কাছ থেকে ভ্যাট কর্তন করেছে ৫৬ হাজার ৬০৪ টাকা।
ভ্যাট গোয়েন্দা আরও জানায়, স্থানীয় ভ্যাট সার্কেল টঙ্গী ভ্যাট বিভাগের তথ্যানুসারে লেকটেরেস রেস্টুরেন্টটি গত ৬ মাসে শূন্য রিটার্ন দাখিল করেছে। এছাড়া গত ২০২০-২০২১ অর্থবছরে ১২ মাসে মাত্র ৮৭ হাজার টাকা ভ্যাট দিয়েছে। এ দ্বারা প্রমাণিত হয়েছে যে রেস্টুরেন্টটি গ্রাহকদের কাছ থেকে আদায়কৃত ভ্যাট যথাযথভাবে সরকারি কোষাগার জমা দেয় না। বিক্রয় তথ্য গোপন করা ও ক্রেতার কাছ থেকে বেশি হারে ভ্যাট গ্রহণ করে ভ্যাট আইন লঙ্ঘন করেছে লেকটেরেস।
আরএম/ওএফ