চাল ও কাঁচামরিচ ঊর্ধ্বমুখী, মুরগিতে স্বস্তি
চাল ও কাঁচামরিচের দাম ঊর্ধ্বমুখী হলেও স্বস্তি রয়েছে মুরগির বাজারে। তুলনামূলক নিয়ন্ত্রণে রয়েছে মাছের বাজার। তবে ইলিশের ভরা মৌসুমেও কেজির ওপরে ইলিশ হাজার টাকার নিচে মিলছে না। এছাড়া বাজারে সবজির দাম অনেকটা স্থিতিশীল রয়েছে। শুক্রবার (১৩ আগস্ট) রাজধানীর উত্তরা এলাকার জহুরা মার্কেটসহ আশপাশের বাজারে সরেজমিনে ঘুরে এমন চিত্র দেখা গেল।
বাজারে আজ অন্য দিনের তুলনায় ক্রেতার উপস্থিতি বেশি দেখা যায়। বাজার করতে আসা ক্রেতারা বলছেন, চালের দাম বেড়ে গেছে। কাঁচামরিচের দামও বাড়তি। মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। তবে সবজি ও মুরগির দাম অপরিবর্তিত থাকায় কিছুটা স্বস্তির কথা জানালেন তারা।
বিজ্ঞাপন
চার মাস ধরে মুরগির দাম প্রায় একই রকম রয়েছে জানিয়ে বিক্রেতা ফারুক হোসেন বলেন, গত কয়েক মাসে মুরগির বাজারে দামের তেমন কোনো পার্থক্য নেই। আগের দামেই বিক্রি হচ্ছে ব্রয়লাল, সোনালি ও দেশি মুরগি। কেজিপ্রতি ব্রয়লার ১২০ থেকে ১২৫ টাকা, সোনালী ২১০ থেকে ২২০ টাকা, দেশি ৪০০ থেকে ৪১০ টাকায় বিক্রি হচ্ছে।
আব্দুল আওয়াল নামের এক ক্রেতা জানান, গত কয়েক মাসে শুধু মুরগির বাজারেই দামের তেমন কোনো পার্থক্য দেখিনি। এছাড়া চালসহ অন্যান্য পণ্যের দাম প্রতিদিনই ওঠা-নামা করে।
এদিকে চালের বাজার এখনও ঊর্ধ্বমুখী। বাজারে চাল বিক্রি হচ্ছে কেজিপ্রতি সর্বনিম্ন ৫০ টাকায়। এছাড়া মোটা চাল কেজিপ্রতি ৫০ থেকে ৫২ টাকা, নাজিরশাইল ৬৬ থেকে ৬৮ টাকা, বাংলামতি ৭৩ থেকে ৭৫ টাকা, পাইজাম আতপ ৬৩ থেকে ৬৫ টাকা, মিনিকেট চিকন ৬৬ থেকে ৬৮ টাকা, পোলাও চাল ৯০ থেকে ৯৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
ইলিশ বিক্রেতা মো. সুরুজ আলী জানান, কেজির নিচে ইলিশ ৬০০ থেকে ৭০০ টাকা, কেজির ওপরে এক হাজার থেকে ১২০০ টাকা আর দেড় কেজির ওপরে ১৪০০ থেকে ১৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ইলিশের দাম আরও কিছুদিন পর কমবে। তখন কেজিপ্রতি ইলিশ ৫০০ থেকে ৬০০ টাকায় মিলবে।
সবজির বাজারে শুধু কাঁচামরিচের ঝালই বেশি। কেজিপ্রতি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকায়। এছাড়া কেজিপ্রতি পেঁয়াজ দেশি ৪৮ থেকে ৫০ টাকা, ভারতীয় পেঁয়াজ ৪২ থেকে ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া আকার ও মানভেদে বেগুন ৫০ থেকে ৬০ টাকা, পালংশাক ৫০ থেকে ৬০ টাকা, বরবটি ৪০ থেকে ৫০ টাকা, পটল ৪০ থেকে ৪৫ টাকা, কচু ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে দেশি ডাল ১০০ থেকে ১০৫ টাকায়, ভারত ডাল ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া ডিমের ডজন ৯৫ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। আর গরুর মাংস বিক্রি হচ্ছে ৫৮০ থেকে ৬০০ টাকায় কেজিতে।
একে/এসএসএইচ