সোলার পার্ক থেকে নিজের নাম বাদ দিতে বললেন প্রধানমন্ত্রী
‘শেখ হাসিনা সোলার পার্ক জামালপুর’ শীর্ষক প্রকল্প থেকে নিজের নাম বাদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১০ আগস্ট) একনেক বৈঠকে প্রকল্পটি উপস্থাপন করা হয়। প্রকল্পটির অনুমোদনের সময় প্রধানমন্ত্রী বলেন, ‘প্রকল্প থেকে আমার নাম বাদ দিতে হবে।’
যদিও নামটি রাখার জন্য বৈঠকে উপস্থিত সদস্যরা নামটি রাখার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন। তারা বলছেন, ‘এটা আইকনিক প্রকল্প। তাই আপনার (প্রধানমন্ত্রীর) নাম থাকা প্রয়োজন।’
বিজ্ঞাপন
সদস্যরা আরও বলেন, ‘১০০ মেগাওয়াট সোলার বিদ্যুৎকেন্দ্রে প্রধানমন্ত্রীর নাম থাকা উচিত। কিন্তু শেষ পর্যন্ত তিনি রাজি হননি।’
একনেক শেষে ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী এ প্রকল্পের নতুন নাম দিয়েছেন। প্রধানমন্ত্রীর নতুন দেওয়া নাম অনুযায়ী প্রকল্পের নাম হচ্ছে ‘সোলার পার্ক, মাদারগঞ্জ, জামালপুর ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্র’ নির্মাণ প্রকল্প।
এছাড়া পর্যায়ক্রমে সারা দেশে জরাজীর্ণ ও বেইলি সেতু ভেঙে নতুন সেতু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা মুক্তিযুদ্ধের স্মারক সংগ্রহ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে দুধকুমার নদের ড্রেজিং ভালোভাবে করার নির্দেশ দেন তিনি।
এসআর/এসকেডি