করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারঘোষিত বিধিনিষেধের প্রভাব পড়েছে মূল্যস্ফীতির সব খাতে। জুন মাসে সাধারণ মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়ায় ৫ দশমিক ৬৪ শতাংশ। মে মাসে যা ছিল ৫ দশমিক ২৬ শতাংশ।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ওয়েবসাইট থেকে জুন মাসের ভোক্তা মূল্য সূচকের (সিপিআই) হালনাগাদ তথ্যে এমনটিই জানা গেছে।  

এ বিষয়ে বিবিএস মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ তাজুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, বিধিনিষেধে নিত্যপণ্য এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহনে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এ কারণে মূল্যস্ফীতির হার ঊর্ধ্বমুখী হয়েছে সব খাতেই। 

পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদনে বলা হয়, অস্বাভাবিক হারে মূল্যস্ফীতি বেড়েছে খাদ্যপণ্যে। জুন মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৪৫ শতাংশ। মে মাসে যা ছিল ৪ দশমিক ৮৭ শতাংশ। হালনাগাদ তথ্য অনুযায়ী- জুন মাসে মাছ, মাংস, ব্রয়লার মুরগি, শাক-সবজি, ফল, মসলা, দুগ্ধজাত ও অন্যান্য খাদ্যসামগ্রীতে মূল্যস্ফীতির হার ঊর্ধ্বমুখী হয়েছে। 

বিবিএসের মূল্যস্ফীতির হার পর্যালোচনা করে দেখা গেছে, জুন মাসে খাদ্য বহির্ভূত পণ্যে মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৯৪ শতাংশ। মে মাসে যা ছিল ৫ দশমিক ৮৬ শতাংশ। প্রসাধন সামগ্রী, জুতা, পরিধেয় বস্ত্র, বাড়ি ভাড়া, আসবাবপত্র, গৃহস্থালি পণ্য, চিকিৎসা সেবা, পরিবহন, শিক্ষা উপকরণ এবং বিবিধ সেবা খাতে মূল্যস্ফীতির হার ঊর্ধ্বমুখী হয়েছে।  

এসআর/আরএইচ