পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মে মাসে সার্বিক মূল্যস্ফীতি কমেছে। মে মাসে মূল্যস্ফীতির হার কমে হয়েছে ৫ দশমিক ২৬ শতাংশ, যা এপ্রিল মাসে ছিল ৫ দশমিক ৫৬ শতাংশ। 

মঙ্গলবার (৮ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনামন্ত্রী বলেন, বর্তমানে চাল, সবজি, মাছ মাংসের দাম কিছুটা কমেছে। ফলে এপ্রিল মাসের তুলনায় মে মাসে মূল্যস্ফীতি কমেছে। তবে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতির হার বাড়তি।’

মে মাসে ডাল, চিনি, মুড়ি, মাছ, মাংস, বয়লার মুরগি, শাক-সবজি, ফল, মসলা, তামাক, দুধজাতীয় দ্রব্যাদি ও অন্যান্য খাদ্যসামগ্রীর মূল্য কমেছে বলে জানায় বিবিএস। 

এ খাতে মূল্যস্ফীতির হার কমে হয়েছে ৪ দশমিক ৮৭ শতাংশ, যা এপ্রিল মাসে ছিল ৫ দশমিক ৫৭ শতাংশ। খাদ্য বহির্ভূত খাতে মে মাসে মূল্যস্ফীতির হার বেড়ে ৫ দশমিক ৮ শতাংশ, যা গত মাসে ছিল ৫ দশমিক ৫৫ শতাংশ।

জ্বালানি ও আলো, প্রসাধনী, জুতা, পরিধেয় বস্ত্র, বাড়িভাড়া, আসবাবপত্র, গৃহস্থালি, চিকিৎসা সেবা, পরিবহন, শিক্ষা উপকরণ ও বিবিধ সেবা খাতের দাম বাড়তি ছিল।

এসআর/ওএফ