বাজেটে ট্যাক্স চাপিয়ে দেওয়া হয়নি : বাণিজ্যমন্ত্রী
২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ট্যাক্স রেট বাড়ানো হলেও জনগণের ওপর তা চাপিয়ে দেওয়া হয়নি বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে দেওয়া বাজেট পরবর্তী প্রাথমিক প্রতিক্রিয়ায় এ দাবি করেন তিনি।
বিজ্ঞাপন
বাণিজ্য মন্ত্রী বলেন, এবারের বাজেটে অনেকগুলো ইন্টারেস্টিং ব্যাপার আছে। যেমন ট্যাক্স এবং ভ্যাটের ক্ষেত্রে অত্যন্ত রিল্যাক্স ব্যবস্থা রাখা হয়েছে। ট্যাক্স রেটটা বাড়ানো হয়েছে কিন্তু চাপিয়ে দেওয়া হয়নি।
মন্ত্রী বলেন, ৩২ পার্সেন্ট কর্পোরেট ট্যাক্সটা ২০ পার্সেন্ট করা হয়েছে। এছাড়া ট্যাক্সের নতুন পথ উদ্ভাবন করা হয়েছে। আমরা মনে করি, এবারের বাজেটটি অত্যন্ত প্রোগ্রেসিভ এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটা ভালো অবস্থান সৃষ্টি করবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৩ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদের অধিবেশনে বক্তৃতার মাধ্যমে প্রস্তাবিত বাজেট পেশ শুরু করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা।
এইউএ/এসকেডি