নবায়নযোগ্য জ্বালানির প্রসারে মনোযোগী হতে হবে : বাণিজ্য উপদেষ্টা
বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমাতে হবে এবং নবায়নযোগ্য জ্বালানি প্রসারে মনোযোগী হতে হবে। সরকার ও ব্যবসায়ী সংগঠনগুলো একসঙ্গে কাজ করতে পারলে নীতিমালা পরিমার্জন, গ্যাস ও জ্বালানি সংকটসহ যেকোন সমস্যা মোকাবিলা সহজে কাজ করা যাবে।
বুধবার (৮ জানুয়ারি) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চার দিনব্যাপী গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং পণ্য প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
উপদেষ্টা বলেন, বাংলাদেশের তৈরি পোশাক খাতকে এগিয়ে নিতে এ ধরনের প্রদর্শনী বিশেষ ভূমিকা রাখবে। আমি আয়োজকসহ সব অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের ব্যবসা দেখার জন্য আমার নিজের ব্যবসা ছেড়েছি।
তিনি বলেন, গ্যাসের দাম বাড়ানোর যে প্রস্তাব করা হয়েছে তা বিগত আওয়ামী লীগ সরকারের আমলের মতো করা হয়নি। এবিষয়ে ব্যবসায়ী-সরকার একসঙ্গে বসে আলোচনা করা হবে। এছাড়া বিগত সরকারের সময়ে আর্থিক খাতে নৈরাজ্য হয়েছে। এটার প্রাথমিক হিসাব হচ্ছে ২৮ লাখ কোটি টাকা। তার ভার সবাইকে নিতে হবে। না হয় অর্থনীতি আরও খাদে পড়বে।
দ্বিতীয় প্রজন্মকে ব্যবসায় আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, এদের ব্যবসায় আনতে হবে। না পারলে তার দায় সবাইকে নিতে হবে। এছাড়া সম্পর্ক দিয়ে নয় বরং সক্ষমতার মাধ্যমে ব্যবসা পরিচালনা করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কোরিয়ান রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক।
আরএইচটি/এসএম