জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের ৮২৬ জন সদস্যকে সরকারি সহায়তা বাবদ অর্থ দিয়ে সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ দেখাতে হবে না।

সঞ্চয়পত্র কিনতে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ দেখানোর বাধ্যতামূলক শর্ত থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। অর্থাৎ তাদের সঞ্চয়পত্রের জন্য আয়কর রিটার্ন দাখিল করতে হবে না।

রোববার (৫ জানুয়ারি) এক আদেশে জাতীয় রাজস্ব বোর্ড থেকে নিহতদের পরিবারগুলোকে বাধ্যতামূলক এ বিধান থেকে অব্যাহতি দিয়েছে।

এনবিআরের কর নীতি বিভাগের দ্বিতীয় সচিব এইচ এম শাহরিয়ার হাসানের সই করা আদেশ সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিদ্যমান আয়কর আইন অনুযায়ী পাঁচ লাখের বেশি টাকার সঞ্চয়পত্র কিনতে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। 

এনবিআরের আদেশে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড আয়কর আইন ২০২৩ এর ধারা ২৬৪ এর উপ-ধারা (৪) এ প্রদত্ত ক্ষমতাবলে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের ৮২৬ জন সদস্যকে সরকারি সহায়তা বাবদ প্রদত্ত অর্থ দ্বারা সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপন থেকে অব্যাহতি প্রদান করা হলো।

আরএম/এমএন