বন্ধ ঘোষণা করা আলোচিত শিল্পগ্রুপ এস আলমের ৮ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব অবরুদ্ধ বা ফ্রিজ করতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৩০ ডিসেম্বর) চিঠিটি বিএফআইইউর মহাব্যবস্থাপক (জিএম) ও অপারেশনাল হেড বাংলাদেশ ফাইন্যান্সিয়াল বরাবর পাঠানো হয়েছে। দুদকের ঊর্ধ্বতন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। 

প্রতিষ্ঠানগুলো হলো- এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, এস আলম কোল্ড রোল্ড স্টিলস, ইনফিনিটি সি আর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ, এস আলম স্টিল, এম আলম কোল্ড রোল্ড স্টিলস নফ, চেমন ইস্পাত, গ্যালকো স্টিল এবং এস আলম ব্যাগ লিমিটেড।

চিঠিতে বলা হয়, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাস ও অন্যান্য দেশে এক বিলিয়ন ডলার পাচারের অভিযোগের অনুসন্ধান করছে দুদক। বিভিন্ন পত্রিকায় প্রকাশিত খবর থেকে জানা যায়— এস আলম গ্রুপভুক্ত ৮টি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। 

চিঠিতে আরও বলা হয়, এস আলম গ্রুপভুক্ত এ ৮টি প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত হিসাবগুলোতে বিদ্যমান অর্থ যেকোনো সময় স্থানান্তর করা হতে পারে। সেজন্য ওই ৮ প্রতিষ্ঠানের নামে বিভিন্ন তফসিলি ব্যাংকে পরিচালিত হিসাবগুলো অবরুদ্ধ বা ফ্রিজ করা প্রয়োজন। এ অবস্থায় এসব কারখানার নামে পরিচালিত ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ (ফ্রিজ) করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ২০১৭ সালে গ্রুপটি ইসলামী ব্যাংক দখল করে নেয়। তারপর ব্যাংকটি থেকে এস আলম গ্রুপ ও তাদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান প্রায় ৭৩ হাজার কোটি টাকার ঋণ বের করে নেয়। ইসলামী ব্যাংক ছাড়া আরও কয়েকটি ব্যাংক দখল করে নামে-বেনামে বিপুল পরিমাণ টাকা বের করে নেওয়ার অভিযোগ আছে গ্রুপটির বিরুদ্ধে।

গত ১৬ ডিসেম্বর চট্টগ্রামের চাকতাই শাখা থেকে এক হাজার ৯২ কোটি টাকা লুটপাটের অভিযোগে গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের ছেলে ও ইসলামী ব্যাংক বাংলাদেশের (আইবিবিএল) সাবেক চেয়ারম্যান আহসানুল আলম, ইসলামী ব্যাংকের তৎকালীন এমডি ও পরিচালকসহ ৩৪ জন ব্যাংক সংশ্লিষ্ট কর্মকর্তাসহ ৫৮ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

ক্ষমতার পট পরিবর্তনের পর গত ২১ আগস্ট এস আলমের অর্থপাচারের অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। গত ২৪ ডিসেম্বর চট্টগ্রামে বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের আটটি কারখানা বন্ধ ঘোষণা করা হয়। সংশ্লিষ্টরা জানান, বন্ধ হওয়া ৮টি কারখানায় কমপক্ষে ১২ হাজার শ্রমিক-কর্মচারী কাজ করতেন।

আরএম/এমজে