বায়োমেট্রিক সিম না থাকলেও অনলাইনে রিটার্ন দাখিলের সুযোগ
আঙুলের ছাপ না থাকার কারণে বায়োমেট্রিক সিমবিহীন করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন দাখিলের বিশেষ সুযোগ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সেক্ষেত্রে এনবিআরের কর তথ্যসেবা কেন্দ্রে সশরীরে উপস্থিত হয়ে লিখিত আবেদন করতে হবে।
রোববার (২৯ ডিসেম্বর) এ তথ্য জানিয়ে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ ঢাকা পোস্টকে বলেন, অনলাইন রিটার্ন দাখিল প্রক্রিয়া সহজ করার অংশ হিসেবে অনেক করদাতা জাতীয় পরিচয়পত্র থাকার পরও আঙুলের ছাপ না থাকার কারণে বায়োমেট্রিক মোবাইল সিম নিতে পারেননি, সে কারণে রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করতে পারছেন না, তাদের জন্য এনবিআর এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।
বিজ্ঞাপন
এনবিআর জানায়, করদাতারা এনবিআরের দ্বিতীয় সচিব (কর তথ্য ব্যবস্থাপনা ও মূল্যায়ন) এর ৭১৭ নং কক্ষে সশরীরে উপস্থিত হয়ে লিখিত আবেদন দাখিল করে অফিস চলাকালীন ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।
এরইমধ্যে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলকারীর সংখ্যা প্রায় ১০ লাখ। আগামী ৩১ জানুয়ারির মধ্যে সব করদাতাকে সহজে ও নির্বিঘ্নে অনলাইনে রিটার্ন দাখিল করার আহ্বান জানিয়েছে এনবিআর।
আরএম/জেডএস