এসএসজির ফ্যাক্টরি ডে উদযাপন
নারায়ণগঞ্জের ভূলতা সুবর্ণগ্রাম রিসোর্টে বার্ষিক ফ্যাক্টরি ডে উদযাপন করেছে সুপার ষ্টার গ্রুপ (এসএসজি) ।
শনিবার (২১ ডিসেম্বর) এসএসজির ফ্যাক্টরি ডে অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
কর্মীদের অবদানের প্রতি সম্মান জানাতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চেয়ারম্যান মো. জালাল উদ্দিন, ভাইস চেয়ারম্যান মো. মহিউদ্দিন, ম্যানেজিং ডিরেক্টর হারুন অর রশিদ, ডিএমডি শেখ সাদি আব্দুল মজিদ, সাপ্লাই চেইন ডিরেক্টর মো. মাহবুবুর রহমান, অতিরিক্ত ম্যানেজিং ডিরেক্টর মো. তোফায়েল আহমেদ, বোর্ড অফ ডিরেক্টরস, বিজনেস হেড
এবং অন্যান্য শীর্ষ স্থানীয় কর্মকর্তারা। প্রায় ৪,০০০ কর্মীর অংশগ্রহণে দিনটি আনন্দমুখর উৎসবে পরিণত হয়।
অনুষ্ঠানে অ্যামিউজমেন্ট পার্ক রাইড, গেমস, সাংস্কৃতিক পরিবেশনা এবং সেরা কর্মীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আরও পড়ুন
ম্যানেজিং ডিরেক্টর হারুন অর রশিদ বলেন, এসএসজির সাফল্যের পেছনে রয়েছে আমাদের কর্মীদের কঠোর পরিশ্রম। তাদের জন্যই আমরা আজকের এ অবস্থানে পৌঁছেছি। এই আয়োজন কর্মীদের অনুপ্রাণিত করার পাশাপাশি কর্মক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ পরিবেশ গড়ে তোলার উদাহরণ স্থাপন করেছে।
অনুষ্ঠানে ম্যানেজিং ডিরেক্টর ‘মোহাম্মদ ইব্রাহিম ক্যান্সার সারভাইভার ট্রাস্ট’ এর ঘোষণাও দেন। যা ক্যান্সার আক্রান্তদের ক্যান্সার মোকাবেলায় সাহস এবং পুনর্বাসনের জন্য কাজ করবে।
এমএন