বাংলাদেশের ইলেক্ট্রিক্যাল অ্যাক্সেসরিজ এবং লাইটিং খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান সুপার স্টার গ্রুপ (এসএসজি) বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে তাদের বহুল প্রতীক্ষিত বার্ষিক ব্যবসায়িক সম্মেলন সফলভাবে সম্পন্ন করেছে। 

এসএসজির ৩০ বছর পূর্তির এই মাহেন্দ্রক্ষণে আয়োজিত দুই দিনব্যাপী এ সম্মেলনে সেলস টিম, পরিবেশক, দেশের বাইরের বিজনেস পার্টনার, সেলস হেড, বিজনেস হেড এবং অন্যান্য শীর্ষস্থানীয় কর্মকর্তাবৃন্দসহ তিন হাজারের বেশি মানুষ উপস্থিত ছিলেন; যা এই আয়োজনকে বছরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্পোরেট অনুষ্ঠানে পরিণত করে।

প্রথম দিন ছিল এসএসজির সেলস টিমের পরিশ্রম এবং বার্ষিক পারফরম্যান্সের স্বীকৃতি দেওয়ার দিন। যেখানে ফিল্ড অফিসার থেকে শুরু করে চিফ সেলস অফিসার পর্যন্ত সবার অবদানের স্বীকৃতি দেওয়া হয়। প্রোগ্রামে অন্তর্ভুক্ত ছিল মোটিভেশনাল সেশন, স্ট্রাটেজিক আলোচনা এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা যা আগামীর লক্ষ্যমাত্রা অর্জনে সবাইকে উজ্জীবিত করে।

দ্বিতীয় দিন উদযাপিত হয় বাংলাদেশজুড়ে থাকা এক হাজারের বেশি  পরিবেশকদের নিয়ে। এদিন এসএসজির সাফল্যের মজবুত ভিত হিসেবে পরিবেশকদের অসামান্য অবদানের স্বীকৃতি জানানো হয়। এর পাশাপাশি ব্যবসায়িক কৌশলগত আলোচনা, র‍্যাফেল ড্র এবং মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে সবাইকে বিনোদিত করা হয়। 

এসএসজির বার্ষিক এই সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুপার স্টার গ্রুপ লিমিটেডের চেয়ারম্যান জালাল উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশীদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক শেখ সাদী আব্দুল মজিদ, পরিচালক–এসসিএম মাহবুবুর রহমান। পরিবারসহ তাদের উপস্থিতি পুরো আয়োজনে এক উষ্ণ ও পারিবারিক স্পর্শ যোগ করে, যা এসএসজির ঐক্য এবং সংহতির মূল্যবোধকে তুলে ধরে। 

এনএফ