যৌথ তদন্ত দল গঠন
পোল্ট্রি ফিডের মেশিন আনার কথা বলে ৪৩২ কোটি টাকা পাচার
অ্যাগ্রো বিডি এন্ড জেপি নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পোল্ট্রি ফিডের মেশিন আনার কথা বলে ৪৩২ কোটি টাকা পাচারের অভিযোগে করা মামলায় যৌথ তদন্ত দল গঠন করা হয়েছে। যৌথ তদন্ত দলে রয়েছে- দুর্নীতি দমন কমিশন (দুদক), শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তর ও পুলিশের সিআইডি।
এনবিআর ও দুদক সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি পোল্ট্রি ফিডের মেশিন আনার কথা বলে সিগারেট, এলইডি টেলিভিশন, ফটোকপিয়ার মেশিন ও মদ আমদানি করে মানিলন্ডারিং করে। এই অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ২০১৯ সালের ১১ নভেম্বর ৯টি মামলা দায়ের করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। দীর্ঘদিন তদন্ত করার পরও মামলার প্রকৃত রহস্য উন্মোচন না হওয়ায় দুদকের নেতৃত্বে তিন সংস্থার সমন্বয়ে যৌথ টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞাপন
মামলার নথিপত্র সূত্রে জানা যায়, ২০১৯ সালের নভেম্বরে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ৪৩১.৭৫ কোটি টাকা পাচার ও মানিলন্ডারিংয়ের অভিযোগে ৯টি মামলা করা হয়। মেসার্স অ্যাগ্রো বিডি এন্ড জেপি নামে আমদানিকারক প্রতিষ্ঠানটি আমদানিতে মিথ্যা ঘোষণা দিয়েছে। তারা ৪৬টি কন্টেইনারে পোল্ট্রি ফিডের ক্যাপিটাল মেশিনারি ঘোষণা দিয়ে বিপুল সিগারেট, এলইডি টেলিভিশন, ফটোকপিয়ার মেশিন ও মদ আমদানি করে। এতে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে পল্টন মডেল (ডিএমপি) থানায় ৯টি পৃথক মামলা রুজু করা হয়।
মামলার প্রাথমিক তদন্তে জাল-জালিয়াতি ও অপরাধের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা তদন্তে যৌথ তদন্ত দল গঠন করা হয়।
আরএম/এমএসএ