অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকার নৈতিকতা হারিয়েছে বলে মন্তব্য করেছেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান ইমাম হায়াত।

শনিবার (২ নভেম্বর) প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে ইমাম হায়াত বলেন, ‘জঙ্গিবাদ সমর্থিত সমন্বয়ক চক্র ও তাদের উপদেষ্টা পরিষদ দেশের প্রশাসনিক কাঠামো ধ্বংস, পুলিশ হত্যার মাধ্যমে আইন শৃঙ্খলার কাঠামো ধ্বংস করে নিরাপত্তাহীন পরিবেশ তৈরি করেছে। এতে দেশে সর্বত্র খুন সন্ত্রাস ডাকাতি ও বিভিন্ন অপরাধ মারাত্মক আকার ধারণ করেছে। যার ধারাবাহিকতায় বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটছে। এ কারণে অন্তবর্তীকালীন সরকার ক্ষমতায় থাকার নৈতিকতা হারিয়েছে।

তিনি আরো বলেন, ক্ষমতাসীন গোষ্ঠী দেশের শিল্প কারখানা, ব্যবসা-বাণিজ্য, আয়-উপার্জন ধ্বংস করে অর্থনীতি মারাত্মক ধ্বংস করে দিয়েছে। খাদ্য দ্রব্যের অসহনীয় মূল্যে সীমিত আয়ের সংখ্যাগরিষ্ঠ জনগণের জীবন কঠিন সংকটে পড়েছে। জঙ্গিবাদ সমর্থিত সমন্বয়ক চক্র ও উপদেষ্টা পরিষদ বিগত স্বৈরাচারী সরকারের চেয়েও মারাত্মকভাবে আইন-আদালত-প্রশাসন সবকিছু দলীয়করণ করে তাদের দলের বাইরের মানুষকে চাকরিচ্যুত করছে। তারা জনগণ ও গণতন্ত্রের বিরুদ্ধে নব্য স্বৈরাচার ও ফ্যাসিবাদ হিসেবে আবির্ভূত হয়েছে। 

ইমাম হায়াত বলেন, মানুষের জীবন ও গণতন্ত্র বাঁচাতে হলে ক্ষমতাসীন অবৈধ চক্র ও অন্তর্বর্তী সরকার ভেঙে দিয়ে রাষ্ট্রপতি এবং সামরিক বাহিনীর তত্ত্বাবধানে সুষ্ঠু নির্বাচন দিতে হবে।

ওএফএ/এসএম