হাতবদল কমলে ভোক্তার নাগালে আসবে নিত্যপণ্যের দাম
সরবরাহ ব্যবস্থায় বিভিন্ন পর্যায়ে পণ্যের হাতবদল কমানো ও ব্যবসায়ীরা যৌক্তিক মুনাফা করলে ভোক্তাপর্যায় কম দামে নিত্যপণ্য পৌঁছে দেওয়া সম্ভব বলে জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এফবিসিসিআইয়ের মতিঝিল কার্যালয়ে ডিম, ব্রয়লার মুরগি, পেঁয়াজ, আলুসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা জানান তিনি।
বিজ্ঞাপন
মো. হাফিজুর রহমান বলেন, বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগের কারণে নিত্যপণ্যের কিছুটা মূল্যবৃদ্ধি হয়। তবে বর্তমানে দ্রব্যমূল্য অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে, যা ভোক্তাদের অস্বস্তিতে ফেলেছে। সরবরাহ ব্যবস্থায় কয়েক ধাপে পণ্য হাত বদলের কথা আমরা শুনেছি। তাই নিত্যপণ্যের দাম ভোক্তাদের নাগালে রাখতে সরবরাহ ব্যবস্থায় পণ্য হাত বদলের ধাপ কমিয়ে আনতে হবে। একই সঙ্গে অনাবশ্যক হাতবদল কমিয়ে কীভাবে যৌক্তিক মূল্যে পণ্য ভোক্তার কাছে পৌঁছে দেওয়া যায় সে ব্যাপারে ব্যবসায়ী সম্প্রদায়কে এক সঙ্গে কাজ করতে হবে।
আরও পড়ুন
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- নিত্যপ্রয়োজনীয় পণ্যের খুচরা ও পাইকারি ব্যবসায়ীবৃন্দ, বিভিন্ন বাজার সমিতির নেতৃবৃন্দ, বাজার বিশ্লেষক এবং সরকারি কর্মকর্তারা।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজারে ডিম, মুরগি, পেঁয়াজ, আলুসহ নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে উৎপাদক ও কর্পোরেট প্রতিষ্ঠান সমূহের প্রতি আহ্বান জানান খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীর, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের পরিচালক ড. উম্মে বিনতে সালাম, কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাংগঠনিক সম্পাদক সৈয়দ মিজানুর রহমান, শ্যামবাজার কৃষি পণ্য আড়ত বণিক সমিতির সহ-সভাপতি হাজী মো. মাজেদ, কারওয়ান বাজার পাইকারি কাঁচাবাজার আড়ত মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান চৌধুরীসহ অন্যান্য ব্যবসায়ী নেতারা।
এসআই/এমএ