অর্থনৈতিক শুমারি ২০২৪-এর প্রশ্নপত্র চূড়ান্ত হবে শিগগিরই
অর্থনৈতিক শুমারি ২০২৪-এর প্রশ্নপত্র শিগগিরই চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। আসন্ন এই শুমারি দেশের অর্থনীতির ইন্ডিকেটরগুলোর সার্বিক বিশ্লেষণ এবং পরিকল্পনা প্রণয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলেও জানায় সংস্থাটি।
মঙ্গলবার (৮ অক্টোবর) ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সদর দপ্তরের বোর্ড রুমে বিবিএস ও এফবিসিসিআই এর যৌথ উদ্যোগে আয়োজিত এক কর্মশালায় এ কথা জানানো হয়। মূল শুমারির প্রশ্নপত্রকে চূড়ান্তকরণের জন্য আরও কার্যকর ও সময়োপযোগী করা উদ্দেশ্যে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে এফবিসিসিআইসহ দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলোর নেতারা অংশ নেন।
বিজ্ঞাপন
কর্মশালায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, অর্থনৈতিক শুমারি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য এফবিসিসিআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এফবিসিসিআইয়ের মাধ্যমে শুমারির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং তথ্য সংগ্রহে সহযোগিতার জন্য প্রশিক্ষণ ও প্রচার কার্যক্রম পরিচালনা করা যেতে পারে।
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, অর্থনৈতিক শুমারির মাধ্যমে আমরা দেশের প্রকৃত আর্থিক চিত্র তুলে ধরতে চাই, যা ভবিষ্যতে নীতি প্রণয়নে সহায়ক হবে। এ প্রক্রিয়ায় ব্যবসায়িক সমাজের সহযোগিতা অত্যন্ত জরুরি।
এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান বলেন, শুমারি কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে ব্যবসায়ী সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাদের সহযোগিতা ছাড়া শুমারি সম্পন্ন করা সম্ভব হবে না। তারা শুমারির প্রক্রিয়া এবং এর গুরুত্ব সম্পর্কে জনগণ ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহে সহায়তা করতে পারে।
এমএইচএন/এসকেডি