সেপ্টেম্বরে বাংলাদেশের সামগ্রিক পিএমআই ৪৯.৭
মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই), ঢাকা এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি) দেশের পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) প্রকাশ করেছে। গতকাল এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়েছে সেপ্টেম্বরে বাংলাদেশের সামগ্রিক পিএমআই স্কোর আগস্ট থেকে ৬.২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৪৯.৭-এ পৌঁছেছে।
বিজ্ঞাপন
এটি ইঙ্গিত করে যে অর্থনীতি গত মাসের তুলনায় ধীরে ধীরে উন্নতির দিকে এগোচ্ছে। কারণ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।
এতে আরও বলা হয়েছে উৎপাদন খাত দুই মাস সংকোচনের পর সম্প্রসারণে ফিরে এসেছে। সেবা খাতও তৃতীয় মাস ধরে সংকোচন রেকর্ড করেছে কিন্তু ধীরে।
এনএফ