বিদায়ী বছরে সোনালী ব্যাংকের সর্বোচ্চ মুনাফা অর্জন
দেশের ব্যাংক খাতে সর্বোচ্চ মুনাফা অর্জনকারী ব্যাংক এখন সোনালী ব্যাংক লিমিটেড।
দেশের সর্ববৃহৎ রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকটি ২০২০ সালে দুই হাজার ১৭৫ কোটি টাকা পরিচালন মুনাফা অর্জন করেছে। মুনাফার প্রবৃদ্ধির হার ২৭.১৯ শতাংশ।
বিজ্ঞাপন
রোববার (৩ জানুয়ারি) ব্যাংকটির পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।
সেখানে বলা হয়, দেশের সর্ববৃহৎ রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকটি ২০২০ সালে দুই হাজার ১৭৫ কোটি টাকা পরিচালন মুনাফা অর্জন করেছে যা ২০১৯ সালে ছিল এক হাজার ৭১০ কোটি টাকা। মুনাফার এ প্রবৃদ্ধির হার ২৭.১৯ শতাংশ।
প্রতিষ্ঠানটির এমন সাফল্যে ব্যাংকটির প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান প্রধানকে ফুলেল শুভেচ্ছা জানান কর্মকর্তারা। ব্যাংকটির প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে কেকও কাটা হয়। ব্যাংকটির প্রতিটি সূচকে উল্লেখযোগ্য অর্জনের জন্য ভার্চুয়াল সভায় মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান আতাউর রহমান প্রধান।
সোনালী ব্যাংকের বর্তমান আমানত এক লাখ ২৫ হাজার ৩৫৬ কোটি টাকা যা গত ২০১৯ সালের তুলনায় নয় হাজার ৪৭৭ কোটি টাকা বেশি। বর্তমানে মুনাফার পাশাপাশি আমানতের দিক দিয়েও সোনালী ব্যাংক শীর্ষ অবস্থানে রয়েছে।
আরএম/এমএআর/